সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

ই-পুষ্টি হল তথ্য ও প্রযুক্তি ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম যা বাংলাদেশের কিশোর কিশোরীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে।

আপনি ই-পুষ্টিতে রেজিঃস্ট্রেশন করে যেকোন সময় যেকোন জায়গা থেকে আপনার স্মার্ট ফোন / কম্পিউটার / ল্যাপটপ / ট্যাবের সাহায্যে কোর্সটি করতে পারবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আওতাধীন হলে কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব থাকলে আপনি ল্যাব থেকে এই কোর্স এবং ই-পুষ্টি ওয়েবসাইটের অন্যান্য কার্যক্রমেও অংশ নিতে পারবেন।

ই-পুষ্টি ওয়েবসাইটের উপরের ডানপাশের রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করবেন এবং আপনার নাম, প্রতিষ্ঠান এবং অন্যান্য তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন।
অনলাইন কোর্সে অংশগ্রহণ করার জন্য নিবন্ধন অত্যাবশ্যকীয় এবং অন্যান্য সেবা গ্রহণের জন্য নিবন্ধন অত্যাবশ্যকীয় নয়।

Log In পেইজে গিয়ে পাসওয়ার্ড রিসেট এর জন্য আবেদন লিংকে ক্লিক করবেন এবং আপনার রেজিস্ট্রেশন করা ইমেইলটি সাবমিট করবেন। পরবর্তীতে আপনার ইমেইলে আমাদের পক্ষ থেকে পাসওয়ার্ড রিসেট এর জন্য একটি লিংক পাবেন। উক্ত লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট এর রেজিস্টারকৃত ইমেইলটি এবং আপনার নতুন পাসওয়ার্ড প্রদান করবেন. আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। কোন সমস্যার সম্মুখীন হলে Contact Us অপশনে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

না। একটি অধ্যায় সফলভাবে সম্পন্ন করার পরই অন্য একটি চ্যাপ্টার শুরু করতে পারবেন।

না। এই কোর্সের অধ্যায় গুলো প্রিন্ট করা যাবে না।

হ্যাঁ। সম্পূর্ণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট দেয়া হবে।

সার্টিফিকেট পাওয়ার জন্য কোর্সে সর্বনিম্ন ৫০% মার্কস পেতে হবে, আপনি উত্তীর্ণ হলে একটি ই-সার্টিফিকেট দৃশ্যমান হবে। এর নিচেই 'Download' বাটনে ক্লিক করলে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন।

হ্যাঁ। আপনি ডাউনলোড করা সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন।

আপনি ই-পুষ্টি ওয়েবসাইটের 'Contact us' অপশনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।