লাইব্রেরী
ই- পুষ্টি লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত অ্যাক্টিভিটি শিট, SBCC material, পুষ্টি সংক্রান্ত পলিসি, রিপোর্ট এবং আরও বিভিন্ন তথ্য। এখানে পুষ্টি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের শেখা কাজগুলোর চর্চা এবং স্বাস্থ্য, পুষ্টি এবং দেশের পলিসি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে।